প্রধানমন্ত্রীর বড় জা রওশন আরার দাফন সম্পন্ন

রংপুর: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, প্রয়াত আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহধর্মিনী, রংপুর জেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষিকা রওশন আরা ওয়াহেদ রানীর জানাজা এবং দাফন কার্য সম্পন্ন হয়েছে।

সোমবার বিকালে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল, মিঠাপুকুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, মরহুমার ভাতিজা পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামিম, মরহুমার ছেলে ইঞ্জিনিয়ার শান্ত রেজা, রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা আ.লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা কর্মচারীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কারবালায় অন্তিম শয়ানে বর্ষীয়ান রাজনীতিক খালেদুর রহমান টিটো

পরে লালদিঘি ফতেপুর গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রওশন আরার দাফন করা হয়।

এদিকে দিকে রওশন আরার মৃত্যুতে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু যৌথ বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমার শোকসমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়াও শোক জানিয়েছে রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামু, রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, বজ্রকথা সংবাদপত্রের প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, পীরগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মেরাজুল, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকার প্রমুখ।

প্রসঙ্গত, সোমবার ভোরে বাধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।

স্বাআলো/এসএ