প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর অনেকেই নিয়োগ পরীক্ষার প্রস্তুতির কথা ভাবছেন। স্বপ্ন যাদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি, বাকি সময়টুকু কাজে লাগিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৫০টি প্রশ্ন ও উত্তর, এই প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় আসতে পারে:
০১) স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতাটির রচয়িতা কে?
উত্তর: নির্মলেন্দু গুণ।
০২) “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির রচয়িতা কে?
উত্তর: গোবিন্দ হালদার।
০৩) “পরস্পর”কোন ধরনের সন্ধি?
উত্তর: নিপাতনে সিদ্ধ।
০৪) “Justification for”এর সঠিক অনুবাদ কি?
উত্তর: সমর্থন।
০৫) ষোলকলা শব্দের অর্থ কী?
উত্তর: সম্পূর্ণ।
০৬) ”শশব্যস্ত”কোন সমাস?
উত্তর: শশকের ন্যায় ব্যস্ত=কর্মধারয় সমাস।
০৭) ”ভাষা প্রকাশ” বাংলা ব্যাকরণ কে রচনা করেন?
উত্তর: সুনীতিকুমার চট্টোপাধ্যায়
০৮) ভাষার ক্ষুদ্রতম একক কী?
উত্তর: ধ্বনি
০৯) “বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে” বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: কর্তৃকারকে ৭মী
১০) ৬ দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
উত্তর: লাহোরে
আরো পড়ুন>>> প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে হবে? যা জানালেন অধিদফতরের ডিজি
১১) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর: ১৩৬তম
১২) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?
উত্তর: অধ্যাপক এম.ইউসুফ আলী
১৩) বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কতটি?
উত্তর: ৮টি
১৪) সংবিধান দিবস কত তারিখে?
উত্তর: ৪ নভেম্বরে
১৫) কবে থেকে দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?
উত্তর: ১ জানু,১৯৯৩
১৬) মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৯৬ সালে
১৭) ”ইন্টারনেট” কবে বাংলাদেশে আসে?
উত্তর: ৪ জুন
১৮) বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গিয়েছে তার নাম কী?
উত্তর: কর্কটক্রান্তি রেখা
১৯) বাংলাদেশ কততম অধিবেশনে জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ পায়?
উত্তর: ২৯তম
২০) বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কত সালে?
উত্তর: ১৯৮০ সালের ১ডিসেম্বর
আরো পড়ুন>>> প্রাথমিকে শিক্ষক নিয়োগ: কোন বিভাগে কত পদ?
২১) Divide the money — the two boys.
উত্তর: between
২২) He is used to — hard.
উত্তর: working
২৩) অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়…
উত্তর: Death is preferable to dishonour.
২৪) “Let me do the work”
উত্তর: Let the work be done by me
২৫) “লোভে পাপ,পাপে মৃত্যু”এর ইংরেজি অনুবাদ কী?
উত্তর: Greed leads to sin and to death
২৬) একমাত্র ভাষার দেশের নাম কী?
উত্তর: উত্তর-কোরিয়া
২৭) NASA কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৮ সালে
২৮) ২০২২ সালে ২২তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: বার্মিংহাম যুক্তরাজ্য
২৯) বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কী?
উত্তর: South Sudanese Pound(SSP)
৩০) সমুদ্রের বধূ নামে কোন দেশ পরিচিত?
উত্তর: গ্রেট ব্রিটেন রমজান
আরো পড়ুন>>> অর্থ দিয়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগের সুযোগ নেই
৩১) সর্বাধিক ভাষার দেশের নাম কী? উত্তর: পাপুয়া নিউগিনি।
৩২) FIFA প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯০৪ সালে
৩৩) বর্তমানে কোন দেশে ইতিহাসের জনক হেরোডোটাস জন্মগ্রহণ করেন?
উত্তর: তুরস্কের হ্যালিকানাসাসে
৩৪) কোন মুসলমান প্রথম নোবেল পুরস্কার পান?
উত্তর: আনোয়ার সাদাত
৩৫) “WHO” কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৮ সালের ৭এপ্রিলে।
৩৬) নবায়নযোগ্য জ্বালানি কোনগুলো?
উত্তর: পানি, সূর্যের আলো,পরমাণু শক্তি
৩৭) পানির ছোট ছোট ফোঁটা কোন কারণে গোলাকার হয়?
উত্তর: পৃষ্ঠটানের জন্য
৩৮) বাংলাদেশে প্রথম মোবাইল অপারেটর এর নাম কী?
উত্তর: সিটিসেল
৩৯) বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কবে সংশোধন করা হয়?
উত্তর: ১৫জুলাই ১৯৭৩
৪০) স্ট্রিট ভাইরাস কী?
উত্তর: রেবিস ভাইরাস
৪১) নাইট্রোজেনের প্রধান উৎস কী?
উত্তর: বায়ুমণ্ডল
৪২) একটি গাড়ি ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। কত টাকায় বিক্রি করলে ১৬% লাভ হবে?
উত্তর: ৫২২০০ টাকা
৪৩) ১,৩,৬,১০,১৫,২১……ধারাটির একাদশতম পদ কত?
উত্তর: ৬৬
৪৪) দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
উত্তর: ১০০
৪৫) পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়স ৩৬ বছর।পুত্রের বয়স কত?
উত্তর: ১৮ বছর
৪৬) ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ ছাত্র ফেল করলে পাশের হার কত?
উত্তর: ৭৫%
৪৭) a+b=6 এবং ab=8 হলে (a-b)2=কত?
উত্তর: 4
৪৮) ০.৩*০.০৩*০.০০৩=কত?
উত্তর: ০.০০০০২৭
৪৯) ১+২+৩+৪+…….+১৮=কত?
উত্তর: ১৭১
৫০) দুই সন্তানের বয়সের গড় ১০ বছর ও মাতারসহ তাদের বয়সের গড় ১৭ বছর হলে, মাতার বয়স কত?
উত্তর: ৩১ বছর (২*১০=২০,৩*১৭=৫১,মাতা ৫১-২০=৩১)
স্বাআলো/এস