বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ সরদারের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে।
সোমবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর আদালতে নির্যাতিত স্কুল শিক্ষার্থীর পিতা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এ মামলায় মাসুদ সরদারের সহযোগী হিসেবে চিতলমারী উপজেলার বড়গুনী এলাকার ছবির সরদারকেও আসামি করা হয়েছে।
রংপুরে হিন্দু পাড়ায় তাণ্ডবের মামলায় ৪৪ আসামি কারাগারে
আদালতের বিজ্ঞ বিচারক এসএম সাইফুল ইসলাম শিক্ষার্থীর পিতার আবেদন আমলে নিয়ে বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ১৫ কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত শনিবার (৯ জানুয়ারি) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই স্কুল শিক্ষার্থী ঘরের বাইরে বের হয়। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা চেয়ারম্যান মাসুদ সরদার, একই এলাকার ছবির সরদারসহ আরো ২/৩জন ওই শিক্ষার্থীকে ধরে সুপারি গাছের বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে তার ডাক চিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয়রা ছুটে আসলে চেয়ারম্যান ও তার লোকজন পালিয়ে যায়।
আরো উল্লেখ করা হয়, দুই তিন মাস পূর্ব থেকে চেয়ারম্যান মাসুদ সরদার ওই শিক্ষার্থীকে বিভিন্নভাবে উত্তক্ত করে আসছিলো। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিকে জানালেও চেয়ারম্যান প্রভাবশালী হওয়ায় কোন প্রতিকার পাইনি।
এদিকে চেয়ারম্যান মাসুদ সরদার সাংবাদিকদের জানান, আমি এসব কোন ঘটনার সাথে জড়িত নয়। আমি নিজে অসুস্থ। সামনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন তাই আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষরা এসব অপ-প্রচার চালাচ্ছে।
স্বাআলো/এসএ