বাগেরহাট: বাগেরহাটে এতিম, হতদরিদ্র ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।
সোমবার দুপুরে বাগেরহাট সদরের ষাটগম্ভুজ মসজিদ সংলগ্ন খানজাহানিয়া জব্বারিয়া এতিম খানা প্রাঙ্গণে সেনাবাহিনীর বরিশাল এরিয়া সদর দফতর ও ২৮ পদাতিক বিগ্রেডের সৌজন্যে, ৬৬ ইস্টবেঙ্গলের ব্যবস্থাপনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাগেরহাটে গভীর রাতে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর খায়রুল আমিন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে শীতার্তদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করছে। তার অংশ হিসেবে বাগেরহাট জেলা সদর ও কচুয়া উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেছি। দেশের যে কোন দূযোর্গে সেনাবাহিনী জন মানুষের পাশে রয়েছে ভবিষ্যতেও থাকবে।
এ সময় ৬৬ ইস্টবেঙ্গলের লেফটেন্যান্ট আহমাদ শাহরিয়ার ফেরদৌস, ষাটগম্ভুজ ইউপি চেযারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু খানজাহানিয়া জব্বারিয়া এতিম খানার সভাপতি এসএম ওয়াহিদুজ্জামানসহ প্রিন্ট ও ইলেট্রনিকস মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএ