মোরেলগঞ্জে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আ.লীগ প্রার্থী

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মনিরুল হক তালুকদারের কোন প্রতিদ্বন্দ্বী নেই। এতে তিনি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হচ্ছেন। মেয়র পদের অপর দুই প্রার্থী বিএনিপর ফরহাদ হোসেন মিলন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ জব্বার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় মনিরুল হক তালুকদারের আর কোন প্রতিদ্বন্দ্বী থাকলো না।

আজ সোমবার এসএম মনিরুল হক তালুকদারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ।

এই পৌরসভার ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৩ জন ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৬ হাজার ৫০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

স্বাআলো/আরবিএ