যশোরের দেয়াড়া ও কাশিমপুরে উপজেলা পরিষদের কম্বল বিতরণ

যশোর: যশোর সদর উপজেলা কাশিমপুর ও দেয়াড়া ইউনিয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া বাজারে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন। এ সময় ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিপুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কাশিমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবালের সভাপতিত্বে কম্বল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি প্রভাষক লিয়াকত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলতাফ হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাক্তার ওয়াদুদ কবির, ইউনিয়ন যুবলীগের বর্তমান যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মুফা ও আক্তারুল করিম মিলন, যুবলীগনেতা ওয়াজেদ আলী, হোসেন আলী, যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেযোয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য রুহুল কুদ্দুস, ছাত্রলীগনেতা শামীম আহমেদ প্রমুখ।

আরো পড়ুন>>> যশোরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করলেন ভাইস চেয়ারম্যান বিপুল

এর আগে, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাশিমপুর ইউনিয়নে আরো দুই শতাধিক কম্বল বিতরণ করেন।

কাশিমপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইন্তাজ আলী, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মইনুল হাসান, ইবাদ আলী প্রমুখ।

স্বাআলো/এস