যশোর: যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নে কর্মীসভা শেষে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকেলে ৮নং ওয়ার্ডের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলীমুজ্জামান মিলন। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ ও ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম।
আরো পড়ুন>>> বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে: এমপি কাজী নাবিল
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইবাদত হোসেনের সভাপতিত্ব ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাহাবার হোসেন শিহাবের সঞ্চলনায় বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কামরুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি জাহানারা বেগম, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জামাল হোসেন, খুলনা মহানগর ছাত্রলীগের সদস্য মোস্তাক হোসেন ও ছাত্রলীগ নেতা সুমন হোসেন।
এ সময় প্রধান অতিথি শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
স্বাআলো/এস