যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের শিকাগোতে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

স্থানীয় সময় রবিবার মধ্যরাতে শহরটির এভান্সটনের কয়েকটি এলাকায় ওই হামলায় চালানো হয়। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও মারা যায়।

প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও রয়েছেন। এদের মধ্যে এক নারী ও এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে। তবে, হতাহতদের নাম প্রকাশ করা হয়নি।

ঘটনা তদন্তের জন্য এরই মধ্যে মাঠে নেমেছে শিকাগো পুলিশ।

স্বাআলো/আরবিএ