সাড়ে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারী হাতেনাতে ধরা

বাগেরহাট: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের গহীনে কটকা অভয়ারণ্য কেন্দ্রের বাদামতলা এলাকা থেকে ৪ হাজার ৫০০ ফুট ফাঁদসহ আলম শেখ নামের একজন চোরা হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষিরা।

সোমবার দুপুরে হাতেনাতে তাকে আটক করা হয়।

আটক আলম শেখ শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা।

বাগেরহাটের লোকালয়ে বাঘ, আতঙ্কে গ্রামবাসী

বাগেরহাট সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কটকা অভয়ারণ্য কেন্দ্রের ওসি আবুল কালাম বনের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। এরপর দুপুর ১২টার দিকে কটকার আওতাধীন বনের বাদামতলা এলাকা থেকে ৪ হাজার ৫০০ ফুট নাইলনের হরিণ ধরা ফাঁদসহ আলম শেখকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হবে।

স্বাআলো/এসএ