সিডনি টেস্ট ভারত হারবে না, চতুর্থ দিন শেষে কোনো ভারতীয়ও হয়তো তা ভাবেননি। কিন্তু অবিশ্বাস্য দৃঢ়তায় অস্ট্রেলিয়াকে জয়বঞ্চিত রেখে ঠিকই হাই ভোল্টেজ টেস্টটি ড্র করেছে ভারত। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি জয়-পরাজয় না দেখলেও শেষদিনেও ছড়িয়েছে রোমাঞ্চ।
পরাজয় ঠেকাতে ভারতকে প্রাণপণে লড়তে হয়। ৯৭ ওভার ব্যাট করে ভারত লড়াই করেছে মাটি কামড়ে। আজিঙ্কা রাহানে অবশ্য বিদায় নেন দিনের শুরুতেই। এরপর চেতেশ্বর পূজারা একপ্রান্ত আগলে রাখেন দেয়ালের মতো। তার ধ্রুপদী ব্যাটিংয়ে রিশাভ পান্ট রানের চাকা বাড়িয়ে যান, যা একপর্যায়ে জয়ের আশাও জাগিয়েছিলো ভারতকে।
আরো পড়ুন>>> স্পিন ট্র্যাকেই ক্যারিবীয়দের বিপক্ষে লড়বে টাইগাররা
চতুর্থ উইকেটে ১৪৮ রানের জুটি গড়ার পর সাজঘরে ফেরেন ১১৮ বলে ১২ চার ও ৩ ছক্কায় ৯৭ রান করা পান্ট। কিছুসময় পর সাজঘরে ফেরেন পূজারাও, ২০৫ বলে ৭৭ রান করে। অস্ট্রেলিয়া তখন ম্যাচ জয়ের সুবাস পাচ্ছে। কিন্তু বাধা হয়ে দাঁড়ান হানুমা বিহারি ও রবিচন্দ্রন অশ্বিন। তাদের সাবধানী ও ধৈর্যশীল ব্যাটিংয়ে ধূলিসাৎ হয় অজিদের সিরিজে এগিয়ে যাওয়ার স্বপ্ন।
ষষ্ঠ উইকেটে ২৫৯ বল মোকাবেলা করে ৬২ রানের অবিচ্ছিন্ন, অনমনীয়, অনবদ্য জুটি করেন বিহারি ও অশ্বিন। শেষপর্যন্ত ১৩১ ওভার ব্যাট করে ৩৩৪ রান জড়ো করে ভারত, ম্যাচ হয় ড্র। বিহারি ১৬১ বলে ২৩ ও অশ্বিন ১২৮ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন, মাঠ ছাড়েন বীরের বেশে।
ফল: ম্যাচ ড্র।
স্বাআলো/এস