কুড়িগ্রামের মাকে কুপিয়ে হত্যার অপরাধে মন্তাজুল আলম (৩৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মান্নান এ আদেশ দেন।
মন্তাজুল ইসলাম রাজারহাট উপজেলার উমরপান্থাবাড়ী গ্রামের বাসিন্দা।
কুষ্টিয়ায় মেয়ের আত্মহত্যার খবর শুনে বাবার মৃত্যু
মামলা সূত্রে জানা যায়, মন্তাজুল ইসলামের প্রথম স্ত্রী চলে যাওয়ায় ২য় বিয়ে করার দাবিতে মাকে প্রায় চাপ দিতেন। এ নিয়ে পরিবারে কলহ লেগেই থাকতো। ২০২০ সালের ২০ শে মার্চ দুপুরে মা মেহেরজান বেগম মিনু (৫৮) ছেলের বিয়ের ব্যাপারে আবার অস্বীকৃতি জানালে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে মন্তাজুল ইসলাম। ঘটনাস্থলেই মেহেরজান বেগম মিনু মারা যান। এলাকাবাসী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় মন্তাজুলকে ধরে পুলিশ হাতে সোপর্দ করে।
পরে মন্তাজুল ইসলামের বাবা বাদী হয়ে রাজারহাট থানায় ছেলের নামে হত্যা মামলা করে দায়ের করে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আব্রাহাম লিংকন। আর আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এরশাদুল হক শাহিন।
স্বাআলো/এসএ