চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার পৌর এলাকার মুন্সিপাড়ার গাছ আলুর জাতের উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় সদর কৃষি কর্মকর্তা কৃষিবিদ তালহা জুবায়ের মাসরুর সভাপতিত্বে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ সম্পাদক কৃষিবিদ সুফি রফিকুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন সদর কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আলমঙ্গীর হোসেন।
চুয়াডাঙ্গায় গৃহহীনদের জন্য নিমাণকৃত ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক
আরো উপস্থিত ছিলেন, সদর উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন, আমিরুল ইসলাম রাসেল, কৃষি উদ্যোক্তা মোকারম হোসেন, কৃষি উদ্যোক্তা হাফেজ আব্দুল কাদের সোহান, কৃষক হারেস উদ্দীন, দলিল উদ্দীন ও আদর্শ কৃষক আহসান আলম ডন।
মাঠ দিবসে ৫০ জন কৃষক/কৃষাণীসহ সহকারী কৃষি কর্মকতারা উপস্থিত ছিলেন ।
এর আগে, দুপুর ১২টায় হাফেজ আব্দুল কাদের সোহানের মনমিলা গার্ডেনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সদর কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর চুয়াডাঙ্গার উপ-পরিচালক কৃষিবিদ আলী হাসান।
বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদি সুফি রফিকুজ্জামান ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আলমঙ্গীর হোসেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় ।
স্বাআলো/এসএ