চৌগাছা: যশোরের চৌগাছায় কু-প্রস্তাবে রাজী না হওয়ায় প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননীকে (৩৪) দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত এবং বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগে আলী আহমেদ (৪৫) নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
আলী আহাম্মেদ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের ইউপি সদস্য।
মোবাইল ফোনে ইউপি সদস্য আলী আহমেদ ওই নারীকে মেরে রক্তাক্ত করার কথা স্বীকার করে বলেছেন, তার সাথে আমার প্রেমের সম্পর্ক। সেখানে গিয়ে তার অনৈতিক কাজে রেগে গিয়ে ঘুষি মারলে হাতের আংটিতে কেটে গেছে।
সরকারের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা চৌগাছার মেম্বারদের! (ভিডিও)
সোমবার রাত ৯টায় মারধরের পর গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে মঙ্গলবার চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন ওই নারী।
লিখিত অভিযোগে ওই নারী বলেন, আলী আহমেদ আমার প্রতিবেশী। আনুমানিক ৩ বছর আগে আমার স্বামী মালেশিয়া যায়। তারপর থেকে আলী আহমেদ বিভিন্নভাবে আমাকে কু-প্রস্তাব দিতেন। তাতে রাজী না হওয়ায় মেম্বার আমার ওপর ক্ষিপ্ত হয় এবং বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলো। পরে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে তারা স্থানীয়ভাবে মিমাংশা করে দেন। এরপরও আলী আহমেদ সংশোধন না হয়ে ওই আমার সংসার ভেঙে দেয়ার হুমকি দিয়ে আসছিলো। এর জের ধরে গতকাল সোমবার রাত ৯টার দিকে আলী আহমেদ তার আরো ২/৩ জন সঙ্গীসহ আমার বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে আমাকে ধারালো দা দিয়ে আমার মাথায় আঘাত করতে গেলে সে কোপ আমার বাম চোয়ালে লেগে কেটে যায়। এসময় তার সাথে থাকা ব্যক্তিরা আমাকে এলোপাথাড়ি কিলঘুষি ও লাথি মারতে থাকে। এসম ওই আমার ঘরের শোকেচের ড্রয়ারে থাকা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, ৮ আনা ওজনের সোনার চেইন, ৮ আনা ওজনের একজোড়া কানের দুল, ৪ আনা ওজনের সোনার আংটি নিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
সাংবাদিকদের ওই নারী বলেন, তারা বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমি গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিই। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চৌগাছা হাসপাতালে চিকিৎসা নিতে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছি।
ওই নারী আরো বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বড় মেয়ে প্রতিবন্ধী। স্বামীর অনুপস্থিতিতে মেম্বার আমাকে প্রায় সময়ই উত্যক্ত করে। এনিয়ে গ্রাম্য বিচারে সে ভবিষ্যতে আর এমন করবে না বলে প্রতিশ্রুতি দেয়।
এ বিষয়ে মোবাইল ফোনে অভিযুক্ত উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের ইউপি মেম্বার আলী আহমেদ বলেন, কেউ কি এমনি এমনি কাউকে মারে? ওই নারীর সাথে আমার প্রেমের সম্পর্ক। তার বাড়িতে গিয়ে তাকে একটি অনৈতিক কাজ করতে দেখতে পেয়ে আমি রেগে গিয়ে তাকে একটি ঘুষি মারি। এতে আমার হাতে থাকা আংটিতে তার মুখ কেটে যায়।
তিনি (ওই নারী) বলছেন আপনি কু-প্রস্তাবে রাজী না হওয়ায় তাকে রক্তাক্ত করেছেন, আপনার বউ-বাচ্চা আছে তারপরও প্রেমের সম্পর্ক বলছেন এটি কি অন্যায় নয়? প্রশ্নে তিনি (মেম্বার) বলেন, আমারো বউ-বাচ্চা আছে, তারও স্বামী সন্তান আছে। অন্যায় হলেও যেটা সত্য আমি সেটাই বলছি।
তিনি (ওই নারী) অভিযোগ করেছেন আপনি তার বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন? প্রশ্নে তিনি বলেন, আমার সাথে তার প্রেমের সম্পর্ক, আমি তো চুরি করতে যাই নি যে টাকা ও স্বর্ণালঙ্কার নেবো।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
চৌগাছার সব খবর পড়তে ক্লিক করুন
স্বাআলো/এসএ