দর্শনা বন্দর দিয়ে এলো ভারতীয় পেঁয়াজের বড় চালান

চুয়াডাঙ্গা: ভারত থেকে আমদানি করা পেঁয়াজের বড় একটি চালান আজ মঙ্গলবার সকালে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে প্রবেশ করেছে। নতুন বছরে এই প্রথম পেঁয়াজের বড় চালান দর্শনা বন্দরে।

বন্দর কর্তৃপক্ষ জানান, ভারত থেকে আমদানি করা (মোট ১৬০০ মেট্রিক টন) ৪২ ওয়াগনে আসা পেঁয়াজের মধ্যে ৩০ ওয়াগন পেঁয়াজ যশোর নওয়াপাড়ায় নেয়া হয়েছে, বাকি ১২ ওয়াগন পেঁয়াজ দর্শনা বন্দরেই খালাস করে ট্রাকযোগে দেশের বিভিন্নস্থানে পৌঁছানো হবে বলে সিএন্ডএফ এজেন্টরা সাংবাদিকদের জানিয়েছেন।

ভারতীয় পেঁয়াজে আগ্রহ নেই ক্রেতাদের, বিপাকে ব্যবসায়ীরা

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলি জানান, গত বছরের সেপ্টেম্বর মাসের পর এই প্রথম পেয়াজের বড় চালান দর্শনা বন্দর দিয়ে প্রবেশ করলো।

স্বাআলো/এসএ