জননন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের কল্যাণে একটি পদক্ষেপ নিয়েছেন। এতে করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীসহ সব প্রবাসী বিশেষ সুবিধা পাবেন। বিদেশে কারো মৃত্যু হলে তার পবিবারকে দেয়া হবে বড় অংকের অনুদান । তারপরও দাফনের জন্য দেয়া হবে ৩৫ হাজার টাকা। সুখবর আরো আছে। যদি কেউ বৈধ ভিসা নিয়ে কর্মসংস্থানের জন্য বিদেশে যেতে চান তাহলে তিনি ব্যাংক ঋণ পাবেন। এখন থেকে আর কাউকে জমি বিক্রি করে বিদেশে যেতে হবে না। এ ম্যাসেসটি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহিদুল আলম। তিনি যশোরের বাঘারপাড়ায় এক অনুষ্ঠানে এ কথা বলেন।
করোনার কারণে গত এক বছরে অসংখ্য প্রবাসী নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পুনর্বাসনের লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ দেয়া হবে।এই ঋণ নিয়ে তারা দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেতে পারবেন। যে সব প্রবাসীরা ক্ষতির শিকার হননি তাদের পরিবারের সদস্যরা ৭ শতাংশ সুদে ঋণ নিয়ে দেশে কাজ করতে পারবেন। বিদেশে কেউ মারা গেলে তার পরিবারকে দেয়া হবে ৩ লাখ টাকা এবং ৩৫ হাজার টাকা দাফনের জন্য দেয়া হবে। দেখা যায় যে সব প্রবাসীরা বিদেশে মারা যান তাদের মরদেহ দেশে আনতে উপার্জিত অর্থের একটি বড় অংশ ব্যয় করতে হয়। এতে তাদের আর্থিক চাপের মুখে পড়তে হয়। এখন আর সেটা হবে না।
প্রধানমন্ত্রীর এমন কর্মসূচি প্রবাসীদের সামনে আশার আলো দেখিয়েছে। ক্ষতিগ্রস্তরা দেশে আটাকা পড়ে হাহুতাশ করে কাটাচ্ছিলেন। তারা ইচ্ছা করলে এখন এই ঋণ নিয়ে কাজে লাগিয়ে বাঁচার পথ বের করতে পারবেন। ক্ষমতার শীর্ষে বসে অতি সাধারণ মানুষের স্বার্থে এমন কল্যাণকর কথা ভাবতে পারেন কেবল মাটি ও মানুষের সাথে যার নাড়ির সম্পর্ক আছে তিনিই। এমন ধরনের যুগান্তকরী পদক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক নিয়ে মানুষকে আশার আলো দেখিয়ে যাচ্ছেন। তিনি এদেশের সব শ্রেণির মানুষের আশার বাতিঘর। তার এ নন্দিত পদক্ষেপে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বিদেশ যেতে আর টাকার জন্য ভাবতে হবে না।
স্বাআলো/আরবিএ