ফাতেমাকে সরকারি ঘর দেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক

ফাতেমার অসহায় জীবন যাপনের সংবাদ প্রকাশের পর ১১ জানুয়ারি দুপুর দেড় টায় জেলা প্রশাসক আবু জাফর উপজেলার দক্ষিণ দলগ্রামের অসহায় ফাতেমার বাড়ি পরিদর্শন করেন। শোনেন তার অভাবী সংসারের কথা। তার করুণ অবস্থা জেনে কম্বল ও শুকনো খাবার দেয়া হয়।

এনভায়রমেন্ট অ্যান্ড হিউম্যানিটি সোসাইটি (ইয়াস) একটি খাট, লেপ, তোষক,ও ফাতেমার মেয়েদের জন্য দুটি থ্রিপিস তুলে দেয় তার হাতে। অসহায় ফাতেমাকে (খ) তালিকায় দুর্যোগ সহনীয় একটি ঘর করে দেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক আবু জাফর। ফাতমার করুণ অবস্থার চিত্র তুলে ধরে ১০ জানয়ারি অন লাইন নিউজ পোর্টাল স্বাধীন আলো’তে একটি খবর প্রকাশ হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,এনভায়রমেন্ট অ্যান্ড হিউম্যানিটি সোসাইটির (ইয়াস) জেলা পরিদর্শক আরিফুজ্জামান এবং দলগ্রাম ইউনিয়নের ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর মুর্শিদ হক।

স্বাআলো/আরবিএ