হিমেল হাওয়ার ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত উত্তরের জেলা কুড়িগ্রাম। কুয়াশায় জেকে বসেছে শীত, দেখা নেই সূর্যের। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে শৈত্যপ্রবাহ ও শীতের তীব্রতা। ফলে বিপাকে পড়েছেন এখানকার নিম্ন আয়ের শ্রমজীবি মানুষরা।
আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে শীত। ঘন কুয়াশার ফলে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এখানকার যানবাহন গুলো।শীতে সব থেকে বিপাকে পড়েছে এ অঞ্চলের চরগুলোর বাসিন্দারা।
জেলার রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ মঙ্গলবার থেকে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এমন অবস্থা আরো ৩ থেকে ৪ দিন থাকতে পারে। এরপর ঘন কুয়াশার মেঘ কেটে গেলে দেখা মিলবে সূর্যের।
স্বাআলো/আরবিএ