ব্রিসবেনে ভারতীয় ক্রিকেটারদের টয়লেট পরিষ্কার করতে হচ্ছে

অনেক দর কষাকষির পর সিডনি থেকে ব্রিসবেন টেস্টে উড়ালো দিয়েছে ভারত ক্রিকেট দল। গ্যাবায় সিরিজের চতুর্থ টেস্ট খেলতে রাজি হলেও ব্রিসবেনের কমপ্লেক্সে বেশ ঝামেলা পোহাচ্ছেন আজিঙ্কা রাহানে, রোহিত শর্মারা। সেখানে নিজেদের টয়লেটও তাদের নিজেদের পরিস্কার করতে হচ্ছে।

১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া ম্যাচের জন্য ভারত দলকে রাখতে পুরো একটি কমপ্লেক্স ভাড়া করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ভারত শর্ত জুড়ে দিয়েছিলো কমপ্লেক্স বা হোটেলের মধ্যে নিজেদের অবাধ বিচরণের সুযোগ থাকতে হবে। এই শর্ত মানতে গিয়ে অস্ট্রেলিয়া ভারতীয়দের কমপ্লেক্সে কর্মীদের উপস্থিতি রাখেনি। এবার এই বিষয়টিই ভারতীয়দের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন>>> ভারত শিবিরে তিন বড় ধাক্কা, সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরাহ

ফলে চোট পুনর্বাসনে থাকা ক্রিকেটাররা পড়েছেন বিপাকে। রুম সার্ভিস নেই। নিজেদের বাথরুমো ক্রিকেটাররা নিজেই পরিস্কার করছেন।

শুধু তা-ই নয়। ক্রিকেটারদের জন্য কমপ্লেক্সের ভেতরে কোনো খাবারের দোকান নেই, নেই বেভারেজের ব্যবস্থাও। খেলোয়াড়রা পছন্দ অনুযায়ী খাবার কিনতে পারেন না, অর্ডার করতে হয় অনলাইন ফুড সার্ভিসে।

এমন পরিস্থিতিতে বেশ ক্ষেপে আছে গোটা ভারতীয় দল। অনেক ক্রিকেটারের সাথে তাদের পরিবারের সদস্যরা থাকায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি টিম ম্যানেজমেন্টের। সব মিলিয়ে ব্রিসবেনে পৌঁছে মেজাজটাই বিগড়ে আছে সফরকারীদের।

স্বাআলো/এস