ভারত শিবিরে তিন বড় ধাক্কা, সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টে ভারতের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে। দলের তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারই খেলতে পারবেন না ব্রিসবেনের শেষ ম্যাচটি। এই নিয়ে মোট ৫ জন ভারতীয় ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন।

তৃতীয় টেস্টে হারের অশনি সংকেত থেকে ভারতকে টেনে তুলেছিলেন হনুমা বিহারি। ব্যথা নিয়েই অশ্বিনের সাথে ৪২ ওভার ব্যাটিং হারের মুখ থেকে ভারতকে বাঁচিয়েছিলেন তিনি। তবে তাকে আর চতুর্থ টেস্টে পাচ্ছে না অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। চতুর্থ টেস্ট তো বটেই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের শুরু থেকেও তাকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা। কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বিহারিকে। তাছাড়া আরো ২ সপ্তাহ পুনর্বাসনে চলে যেতে পারে।

ওদিকে ফর্মে থাকা ও ব্যাট, বল ও ফিল্ডিং তিন সংস্করণেই দলের জয়ে অবদান রাখা রবীন্দ্র জাদেজাকে নিয়েও শঙ্কা জেগেছে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও হয়তো তাকে পাওয়া যাবে না। গ্যাবায় চতুর্থ ম্যাচেও খেলা হচ্ছে না এই বাঁহাতি ক্রিকেটারের। তার বদলে চতুর্থ টেস্টে একাদশে ঢুকতে পারেন পেসার শারদুল ঠাকুর এমন তথ্য জানা গিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের উৎস থেকে।

আরো পড়ুন>>> সিডনি টেস্ট ড্র করলো ভারত

চতুর্থ টেস্টের আগে বড় দুঃসংবাদ হয়ে আসে জাসপ্রীত বুমরাহর ছিটকে পড়ার খবর। গ্যাবার পেস সহায়ক পিচের সাথে মেতে ওঠার সুযোগ হচ্ছে না এই ভারতীয় পেসারের। পেট ব্যথার কারণে চতুর্থ টেস্ট থেকে ছিটকে পড়লেন তিনি। সিডনি তৃতীয় টেস্টও তিনি খেলেছিলেন ব্যথা নিয়েই। মাঠে তাকে অস্বস্তিতেও ভুগতে দেখা গিয়েছিলো।

এছাড়া ব্যথায় ভুগছেন অশ্বিনও। তার স্ত্রী প্রীতি জানিয়েছিলেন, সিডনি টেস্টের চতুর্থ দিন শেষে সারারাত ব্যথায় কাতরেছেন অশ্বিন এবং তারপরেও ব্যাট হাতে ভারতের পক্ষে ম্যাচ বাঁচিয়ে তবেই মাঠ ছেড়েছেন তিনি।

আরো পড়ুন>>> স্পিন ট্র্যাকেই ক্যারিবীয়দের বিপক্ষে লড়বে টাইগাররা

এর আগে প্রথম টেস্টেই ছিটকে গিয়েছিলেন ডানহাতি পেসার মোহাম্মদ শামি। দ্বিতীয় টেস্টে ছিটকে পড়েছিলেন উমেশ যাদব। ভারতের দুই অভিজ্ঞ পেসারই খেলেননি তৃতীয় টেস্টে। অভিষিক্ত নবদ্বীপ সাইনি, মোহাম্মদ সিরাজদেরকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। তিনিও এবার ছিটকে গেলেন। গ্যাবায় নবীন পেস আক্রমণ নিয়ে ভারতের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে।

স্বাআলো/এস