ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।
বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানির বক্তব্য দেয়ার অভিযোগে এই মামলার আবেদন করা হয়।
গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এই দুটি মামলা দায়ের করা হয়।
আরো পড়ুন>>>সাঈদ খোকনের বিরুদ্ধে মেয়র তাপসের মামলা
একটি মামলা করেন কাজী আনিসুর রহমান। অপর মামলাটি করেন অ্যাডভোকেট সারওয়ার আলম।
আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত বাদীদের জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দেবেন বলে জানান। পরে বিকেলে জানানো হয় আদালত আজ মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেবেন।
স্বাআলো/আরবিএ