মাস খানেকের ব্যবধানে দেশে বেড়েছে, এলপি গ্যাসের দাম। বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া, ১২ কেজির সিলিন্ডারে দাম বেড়েছে, ১০০ থেকে ১৫০ টাকা। অপারেটররা বলছেন, আন্তর্জাতিক বাজারে গত ছয় মাসে পণ্যটির কাঁচামালের দাম বাড়ায়, প্রভাব পড়ছে দেশে।
জানা গেছে, মাসখানেকের ব্যবধানে ১২ কেজি ওজনের একেকটি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছেে এক থেকে দেড়শ টাকা। গেলো মাসেই যে সিলিন্ডার বিক্রি হয়েছে ৮৫০-৯০০ টাকায় সেটিই এখন হাজার টাকা। আর ৭৭৫ টাকার সিলিন্ডারের দাম ঠেকেছে ৯০০ টাকায়। ফলে বাসাবাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই এই বাড়তি খরচের ধাক্কায় নাকাল সাধারণ মানুষ।
দেশে সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমেছে, কার্যকর আজ থেকে
খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে গত ছয় মাসে কাঁচামালের দাম কয়েক দফায় প্রায় ২০০ ডলার বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারের তথ্য বিশ্লেষনে দেখা যায়, গেলো ৬ মাস ধরেই বাড়ছে এলপিজির দাম। জুলাইতে বিউটেন এবং প্রোপেনের সংমিশ্রণে তৈরি যে এলপিজির দাম ছিলো প্রতিটন ৩৪৬ ডলার, তাই বাড়তে বাড়তে জানুয়ারিতে এসে দাঁড়িয়েছে ৫৩৬ ডলারে।
দেশে ব্যবহৃত মোট এলপি গ্যাসের ৯৬ শতাংশই আমদানি করা হয়।
স্বাআলো/এসএ