বাগেরহাটে কিশোরী ধর্ষণ মামলায় ৪ জন গ্রেফতার

বাগেরহাটের মোংলা বন্দর পৌরসভার সিগনাল টাওয়ার এলাকার এক কিশোরীকে আটকে রেখে পর্যায়ক্রমে ধর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলায় দেলোয়ারসহ সহযোগিতাকারী ৩ নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, দেলোয়ার পাটোয়ারী (৩২), শারমিন বেগম (৩০), শিউলি বেগম (৪৫) ও শিল্পী বেগম (৩৬)।

আজ বুধবার দুপুরে মোংলা থানা পুলিশ এদেরকে বাগেরহাট আদালতে পাঠালে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খোকন হোসেন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোংলা থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল জানান, মোংলা পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ওই ছাত্রীকে ৬ মাস পূর্বে তার আত্মীয় শিউলি বেগম ও শারমিন বেগম কাজের কথা বলে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর এলাকায় নিয়ে যায়।

আরো পড়ুন>>>বাগেরহাটে চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা, তদন্তে পিবিআই

এরপর সেখানে ওই কিশোরীকে রেখে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে দেলোয়ার পাটোয়ারী ও আলী হোসেন তাকে ধর্ষণ করে এবং পরে সকলে মিলে তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করে। এরপর গত ১১ জানুয়ারি কিশোরীর পিতা-মাতা তাকে শরনখোলা থেকে উদ্ধার করে মোংলায় নিয়ে আসে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় ওই কিশোরী মোংলা থানায় ধর্ষণ মামলা দায়ের করে।

মামলায় দেলো পাটোয়ারী, আলী হোসেন, শারমিন বেগম, শিউলি বেগম, শিল্পী বেগম, পারভিন বেগম ও তায়েবা বেগমকে আসামি করা হয়েছে। এখন পলাতক আলী হোসেন (৩৮), পারভিন বেগম (৩৫) ও তায়েবা বেগমকে (৩০) আটকে পুলিশ অভিযান চলছে। বাকী আসামিদের গ্রেফতার করা হয়েছে।

স্বাআলো/আরবিএ