ঝিনাইদহের শৈলকুপার মদনডাঙ্গায় ট্রাকচাপায় আলমসাধুর ৬ যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক।
শৈলকুপা (সার্কেলের) সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, সন্ধ্যায় কাজ শেষে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক শৈলকুপা শেখপাড়া থেকে আলমসাধুতে করে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। পথে মদনডাঙ্গা বাজারে এলে শ্যালো ইঞ্জিন চালিত তিন চাকার এ যানবাহনটির সঙ্গে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমসাধুর ৬ যাত্রী মারা যান। এসময় গুরুতর আহত হন আরো চারজন।
তিনি আরো জানান, খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত সবার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলায় বলে জানা গেছে।
স্বাআলো/আরবিএ