সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ১৬

সিরিয়ার ভূখণ্ডে অবৈধভাবে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়া-ইরাকের সীমান্তবর্তী এলাকায় ২০ বারের বেশি বিমান হামলা চালায় ইসরায়েল।

মঙ্গলবার গভীর রাতে সিরিয়ার পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় সামরিক বাহিনী ও অস্ত্র ভাণ্ডারের অবস্থান লক্ষ্য করে হামলা চালালে কমপক্ষে ৫ সিরিয়ান সেনা এবং তাদের মিত্রদের ১১ সৈন্য নিহত হন।

ব্রিটেনভিত্তিক যুদ্ধ মনিটরের তথ্যমতে, ইসরায়েল বিমানবাহিনী সিরিয়ার দেইর এজ জোর থেকে সিরিয়ার-ইরাকি সীমান্তের আল-বুকামাল বিস্তৃত এলাকায় একাধিক অবস্থান শনাক্ত করে ২০টিরো বেশি হামলা চালিয়েছে।

আরো পড়ুন>>> সিরিয়ায় বাসে সন্ত্রাসী হামলায় নিহত ২৫, আহত ১৩

ধারণা করা হচ্ছে, হামলায় নিহত ১১ যোদ্ধার মধ্যে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের- আইআরজিসি এবং লেবাননের হিজবুল্লাহর সদস্য রয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলের অভিযানের সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানার খবরেও নিশ্চিত করা হয়েছে।

হামলায় হতাহতের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। অভিযান পরিচালনার বিষয়ে তেল আবিবের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্বাআলো/এস