ঘুমন্ত অবস্থায় কর্মক্ষেত্রে ফায়ারম্যানের মৃত্যু

যশোরের মণিরামপুরে ঘুমন্ত অবস্থায় ফায়ারম্যান মুজাফফার হোসেনের (৫৮) মৃত্যু হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা ৬টা পাঁচ মিনিটে মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হুসাইন আলী তাকে মৃত ঘোষণা করেন।

মুজাফফার আলী মণিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত ছিলেন।

মুজাফফার হোসেন খুলনার দৌলতপুর গ্রামের বাসিন্দা। দুই মাস আগে তিনি মণিরামপুর স্টেশনে যোগ দেন।

এদিকে মুজাফফার হোসেনের মৃত্যুর খবর পেয়ে যশোর স্টেশন থেকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মতিয়ার রহমান ও উপ-সহকারী পরিচালাক আনোয়ারুল হক ঘটনাস্থলে আসেন।

মণিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, বিকেলে আছরের নামাজ পড়ে স্টেশনের দৌতলায় ঘুমাতে যান মুজাফফার হোসেন। তখন আমরা বাইরে বলিবল খেলছিলাম। মাগরিবের নামাজের জন্য খেলে শেষে উপরে গিয়ে তাকে ডাকাডাকি করা হলে তিনি জেগে ওঠেননি। দ্রুত তাকে মণিরামপুর হাসপাতালে নিলে চিকিৎসক মুজাফফার হোসেনকে মৃত ঘোষণা করেন।

রাতে মণিরামপুর স্টেশনে জানানা শেষে মুজাফফার হোসেনের মরদেহ খুলনা সদর দপ্তরে নেয়া হবে।

মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হুসাইন আলী বলেন, আমরা ফায়ারম্যানকে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

স্বাআলো/আরবিএ