চাঁপাইনবাবগঞ্জের টোলবাড়ি গ্রাম হতে দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ আক্তারুল ইসলাম (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ী আটক করেছে র্যাব।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুরের টোলবাড়ি হতে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি জেলার ভোলাহাট উপজেলার বড় জামবাড়িয়া গ্রামের বাসিন্দা।
র্যাব রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অস্ত্র কেনাবেচা হচ্ছে- এমন গোপন সংবাদের জেলার শিবগঞ্জ উপজেলার টোলবাড়ি গ্রামে অভিযান চালায় র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় আক্তারুল ইসলামকে দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্বাআলো/আরবিএ