চুয়াডাঙ্গা সদরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে উম্মে সালমা নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভেমরুল্লাহ নতুন জেলখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
নিহত উম্মে সালমা (৫৪) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ানের দৌলতদিয়াড় পাড়ার আলতাফ হোসেনের স্ত্রী ও দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন।
বুধবার রাতে দর্শনা পল্লী বিদ্যুৎ অফিস থেকে প্রতিদিনের ন্যায় অফিসের কাজ শেষে আলতাফ হোসেন ও তার স্ত্রী উম্মে সালমা মোটরসাইকেল যোগে দৌলতদিয়াড় পাড়ার বাড়ি ফিরছিল। এ সময় চুয়াডাঙ্গা ভেমরুল্লাহ নতুন জেলখানার সামনে স্পিডবেকারের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির হেড লাইটের আলো চোখে লেগে। অসাবধানতাবশত পিছন থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে উম্মে সালমার মাথায় আঘাত লাগে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রাত ৯টার দিকে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বাআলো/আরবিএ