চৌগাছা: যশোরের চৌগাছা পৌরসভায় ২য় বারের মত নৌকার মাঝি হয়েছেন বর্তমান পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নূর উদ্দিন আল মামুন হিমেল।
বুধবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে নৌকার মাঝি হিসেবে ঘোষণা করা হয়।
এদিকে নূর উদ্দিন আল মামুন হিমেলকে নৌকার প্রতীক দেয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও নূর উদ্দিন আল মামুন হিমেলের জন্য শুভ কামনা জানিয়েছেন যশোর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।
চতুর্থ ধাপের ৫৬ পৌরসভায় নৌকার টিকিট পেলেন যারা
একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
চৌগাছা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি প্রমুখ।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএমএর মাধ্যমে চৌগাছা পৌরসভার ভোট গ্রহণ করা হবে।
স্বাআলো/এসএ