ঝিকরগাছায় নিরাপদ ফসল উৎপাদনে মাঠ দিবস

ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চারাতলা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা বিরেন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) দীপঙ্কর দাস, প্লান্ট প্রটেকশন কর্মকর্তা সোমিত্র সরকার ও প্রকল্প মনিটরিং কর্মকর্তা সামিউর রহমান সুমন।

ঝিকরগাছায় অবৈধ ১৫ ইটভাটায় অঙ্গার পরিবেশ

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মফিজুর রহমান কবির, কৃষক লোকমান হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনার প্রদর্শনীর এ মাঠ দিবসে ১০০ জন কৃষক ও ৫০ জন কৃষাণী অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা মাটির সুস্বাস্থ্য রক্ষায় জৈবসার ব্যবহারে গুরুত্ব আরোপ করে যাবতীয় রাসায়নিক সার মাত্রাতিরিক্ত ব্যবহার না করার আহবান করেন।

স্বাআলো/এসএ