রংপুরে পণ্যের মোড়কে পরিবেশের জন্য ক্ষতিকর পলিব্যাগ ব্যবহার করার দায়ে পাগলাপীরে বিভিন্ন চালের গুদামে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
এ সময় পণ্যের মোড়কে পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ পলিব্যাগ মোড়ক হিসেবে ব্যবহার করায় ভাই ভাই ট্রেডার্স ও মোতালেব ট্রেডার্স নামের দুইটি চাল গুদামের মালিককে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মহাসড়কে ফসল-পণ্য শুকাতে দিলে গুনতে হবে জরিমানা
রংপুরের জেলা প্রশাসেনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিতে ও পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ পলিব্যাগ মোড়ক হিসেবে ব্যবহার করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
স্বাআলো/এসএ