বাগেরহাটে বাসের ধাক্কায় সড়কে ঝরলো যুবকের প্রাণ

বাগেরহাটের কচুয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক হানিফ শেখ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের সামনে গোয়ালমাঠ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

এসময় মোটরসাইকেলের পিছনে থাকা কামরুল ইসলাম নামের অপর একজন গুরুতর আহত হোন।

নিহত হানিফ শেখ কচুয়া উপজেলার উদানখালি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাজারের মুদি দোকানদার।

আহত কামরুল ইসলাম একই এলাকার বাসিন্দা।

রংপুরে বাস-ট্রাক সংঘর্ষ, সুপারভাইজার নিহত

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিরাজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটিকে উদ্ধার করেছি। আহত কামরুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি এখন সুস্থ রয়েছেন।

কচুয়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহত হানিফ শেখ প্রতিবেশী কামরুলকে নিয়ে মোটরসাইকেলযোগে সাইনবোর্ড থেকে বাগেরহাট যাচ্ছিলেন। রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে, ঘটনাস্থলে হানিফ নিহত হোন। নিহতের মরদেহ উদ্ধারসহ বাসটিকে আটক করা হয়েছে।

স্বাআলো/এসএ