আগামী ১৪ ফেব্রুয়ারি বাগেরহাট পৌরসভার নির্বাচন। আওয়ামী লীগ এবারো মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়েছে বর্তমান মেয়র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবীবুর রহমানকে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অম্বরিষ রায় আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগ্রহী প্রার্থীরা ছিলেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার সেলিম আহম্মেদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পৌর সভার প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোশাররফ হোসেন এবং বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান।
স্বাআলো/আরবিএ