মেয়র পদে আ.লীগের মনোনয়ন পেলেন আলমডাঙ্গায় গনু, জীবননগরে রফিক

চুয়াডাঙ্গা: চতুর্থ ধাপে চুয়াডাঙ্গার দুটিসহ দেশের ৫৬ পৌরসভায় মেয়র পদে প্রার্থী চুড়ান্ত আওয়ামী লীগ। আগামী ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন।

গতকাল বুধবার দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে সরকার জনপ্রতিনিধি নির্বাচন বোর্ডের বৈঠকে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

এতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুনরায় বর্তমান মেয়র হাসান কাদির গনু ও জীবননগর পৌরসভায় রফিকুল ইসলামকে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়া হয়েছে।

আরো পড়ুন>>> কাউন্সিলর প্রার্থীর ভাই খুন, ৫ ঘণ্টা পর মিললো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লাশ

হাসান কাদির গনু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবার নির্বাচিত আলমডাঙ্গা পৌরসভার মেয়র।

এদিকে, সকল জল্পনার অবসান ঘটিয়ে জীবননগর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক। তিনি পৌরসভার ৭নং ওয়ার্ড থেকে পরপর তিনবার নির্বাচিত কাউন্সিলর। রফিকুল ইসলাম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বাআলো/এসএ/এস