যশোরের চাঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মীসভা শেষে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন।
আরো পড়ুন>>> যশোরে এমপি কাজী নাবিলের পক্ষে কম্বল বিতরণ
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ওয়াজেদ আলী মোড়ল, চাঁচড়া ইউনিয়নে নৌকা প্রতীক প্রত্যাশী আনোয়ারুল করীম আনু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার ও যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ।
১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন বাবুর সঞ্চলনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নিবাস দাস, আওয়ামী লীগনেতা আনোয়ার হোসেন সরদার ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিবাকর বকসী।
এ সময় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রধান অতিথি আলীমুজ্জামান মিলন কম্বল বিতরণ করেন।
স্বাআলো/এসএ/এস