পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কলি বেগম (২০) মারা যান। এদিকে অসুস্থ স্ত্রীর জন্য হাসপাতালে মসজিদের গেটে ফার্মেসিতে ওষুধ কেনারত অবস্থায় স্বামী গোলাম মোস্তফা স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে।
স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মৃত কলি বেগম বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হোন, ৮-১০ মিনিটে তিনি মারা যান।
কুষ্টিয়ায় মেয়ের আত্মহত্যার খবর শুনে বাবার মৃত্যু
মৃত কলি বেগমের পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি মাসের ৬ তারিখে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে তিনি একটি সন্তান প্রসব করেন, সেখান থেকে তিনি ১১ তারিখে বাড়িতে যান। বুধবার রাতে সে অসুস্থ হয়ে পড়লে আজ বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।
মৃত কলি বেগমের স্বামী গোলাম মোস্তফা স্থানীয় ইছাক মডেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পটুয়াখালী হাসপাতালের সহকারী পরিচালক ডা. লোকমান হাকিম জানান, স্ত্রী কলি বেগমকে হাসপাতালে নিয়ে আসার পরপরই মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে হাসপাতাল গেটে স্বামী মস্তফার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
স্বাআলো/এসএ