যশোর: ‘আমরা স্বপ্নের সন্ধানে’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার যশোরের ‘স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা’ এর নিজ কার্যালয়ে তরুণদের নিয়ে আইসিটি ও ক্যারিয়ার বিষয়ক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা’ এর সাধারণ সম্পাদক আফরোজা খাতুন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জহির ইকবালের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম।
প্রধান অতিথি বলেন, আউটসোর্সিংয়ে সারাবিশ্বে বাংলাদেশের সাফল্য এখন উল্লেখযোগ্য। চাকরির পেছনে না ছুটে আউটসোর্সিং শিখে যে-কেউ নিজের ক্যারিয়ার গড়তে পারে। এজন্য আমাদের তরুণদেরকে উদ্যোগী হতে হবে।
আরো পড়ুন>>> যশোরে শিক্ষকদের ৯ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ
এ সময়ে প্রধান অতিথি ‘স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা’ সম্পর্কে বলেন, তরুণদেরকে এগিয়ে নিতে প্রয়োজন সঠিক নির্দেশনা। স্বপ্নদেখো দীর্ঘদিন তরুণদের নিয়ে কাজ করে চলেছে। নানামুখী সামাজিক উন্নয়নমূলক কাজের উদ্যোগ গ্রহণ ও পরিচালনার জন্য স্বপ্নদেখোকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু।
এছাড়াও উপস্থিত ছিলেন ‘এ্যাবাকাস সফট বিডি লিমিটেড’ এর নির্বাহী পরিচালক তাসনিমুল হাসান।
প্রশিক্ষণ সম্পর্কে ‘স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা’ এর প্রতিষ্ঠাতা সভাপতি জহির ইকবাল বলেন, করোনা মহামারির এই স্থাবর সময়টাকে কাজে লাগিয়ে আমাদের তরুণেরা দক্ষ হয়ে উঠতে পারলে আমাদের এই শ্রম সার্থক হবে। দীর্ঘদিন যাবত আমরা তরুণদের ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন সেমিনার, ক্যাম্প ও কর্মশালার আয়োজন করে আসছি, যাতে আজকের তরুণেরা নিজেদেরকে আরো বেশি উপযোগী করে তুলতে পারে। আগামী দিনগুলোতেও আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সিনিয়র সদস্য শ্রাবনী আক্তার বন্যা।
উল্লেখ্য, প্রায় ২৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে সপ্তাহব্যাপী এই সেমিনারে তরুণদেরকে বিনামূল্যে ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে তাদেরকে ফ্রিল্যান্সার হিসেবে উপযোগী করে তোলার জন্য নিয়মিত পরিচর্যা করা হবে।
স্বাআলো/এসএ/এস