টি-টেনে নাসির-আফিফদের খেলার সূচি চূড়ান্ত

আবুধাবি টি-টেন লিগের এবারের আসরে অংশ নেবেন বাংলাদেশের চার ক্রিকেটার নাসির হোসেন, মুক্তার আলী, আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান। চার ক্রিকেটারের কারণে বাংলাদেশি সমর্থকদের আগ্রহ বেড়েছে আবুধাবি টি-টেন লিগ নিয়ে। বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে আসরের সূচি।

প্রকাশিত সূচি অনুযায়ী, ২৮ জানুয়ারি শুরু হবে এবারের আসর। গ্রুপ পর্বে প্রতি দল খেলবে তিনটি করে ম্যাচ। ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন গ্রুপ পর্বের তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

দুই গ্রুপে বিভক্ত মোট আটটি দল পয়েন্ট টেবিল অনুযায়ী একে অন্যের বিরুদ্ধে লড়বে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দিন। কোয়ালিফায়ার ও দুই এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে নবম দিন, অর্থাৎ ৫ ফেব্রুয়ারি। ৬ ফেব্রুয়ারি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর মাঠে গড়াবে মহাগুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ।

আরো পড়ুন>>> টি-টেন লিগে ৬ টাইগার

আসরে মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলবেন বাংলাদেশি পেসার মুক্তার আলী। জাতীয় দলে খেলা নাসির হোসেন খেলবেন পুনে ডেভিলসের হয়ে। দুই তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান খেলবেন বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের হয়ে। তবে দল পেলেও অনাপত্তিপত্র না পাওয়ায় টি-টেনে খেলা অনিশ্চিত দুই তারকা বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকতের।

একনজরে আবুধাবি টি-টেন লিগের সূচি

তারিখ 

২৮ জানুয়ারি:

মারাঠা অ্যারাবিয়ান বনাম নর্দার্দ ওয়ারিয়র্স
পুনে ডেভিলস বনাম ডেকান গ্ল্যাডিয়েটর্স
দিল্লি বুলস বনাম বাংলা টাইগার্স

২৯ জানুয়ারি:

পুনে ডেভিলস বনাম কালান্দার্স
মারাঠা অ্যারাবিয়ান্স বনাম দিল্লি বুলস
ডেকান গ্ল্যাডিয়েটর্স বনাম টিম আবু ধাবি

৩০ জানুয়ারি:

বাংলা টাইগার্স বনাম মারাঠা অ্যারাবিয়ান্স
টিম আবু ধাবি বনাম কালান্দার্স
নর্দার্ন ওয়ারিয়র্স বনাম দিল্লি বুলস

৩১ জানুয়ারি:

টিম আবু ধাবি বনাম পুনে ডেভিলস
বাংলা টাইগার্স বনাম নর্দার্ন ওয়ারিয়র্স
কালান্দার্স বনাম ডেকাল গ্ল্যাডিয়েটর্স

১ ফেব্রুয়ারি:

বি ৪ বনাম এ ৩
বি ২ বনাম এ ১
এ ২ বনাম বি ৩

আরো পড়ুন>>> টি-১০: ড্রাফট শেষে ৮ দলের চূড়ান্ত স্কোয়াড

২ ফেব্রুয়ারি:

বি ১ বনাম এ ৪
এ ২ বনাম বি ৪
এ ১ বনাম বি ৩

৩ ফেব্রুয়ারি:

এ ৩ বনাম বি ১
এ ৪ বনাম বি ২
এ ১ বনাম বি ৪

৪ ফেব্রুয়ারি:

বি ৩ বনাম এ ৪
বি ১ বনাম এ ২
বি ২ বনাম এ ৩

৫ ফেব্রুয়ারি:

কোয়ালিফায়ার (শীর্ষ দুই দল)
এলিমিনেটর ১ (তৃতীয় ও চতুর্থ দল)
এলিমিনেটর ২ (কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটর ১ এর জয়ী দল)

৬ ফেব্রুয়ারি:

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
ফাইনাল

স্বাআলো/এস