বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছরোয়ার হোসেন মোড়ল (৬২) স্ট্রোক করে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দিনগত রাতে খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার জুমাবাদ বারুইপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রথম জানাজা ও আছরবাদ তার গ্রামের বাড়ি আড়পাড়া এলাকায় দ্বিতীয় জনাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
আরো পড়ুন>>> বাগেরহাটে বাসের ধাক্কায় সড়কে ঝরলো যুবকের প্রাণ
ইউপি চেয়ারম্যান ছরোয়ার হোসেন মোড়লের মৃত্যু গভীর শোক প্রকাশ করে বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক বিবৃতি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
স্বাআলো/এসএ/এস