যশোরে ভ্যানের নিচে চাপা পড়ে বৃদ্ধা নিহত

বেনাপোল: যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামে মেয়ে বাড়ি বেড়াতে যাওয়ার পথে জকারের মোড় নামকস্থানে ইঞ্জিনচালিত ভ্যানের নিচে চাপা পড়ে বৃদ্ধা জামেনা খাতুন (৬২) নিহত হয়েছেন।

শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি নিহত

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জামেনা খাতুন শার্শার কদবেলতলা গোড়পাড়া এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে উপজেলার সাতরাপাড়া গ্রামে মেয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে লক্ষণপুর গ্রামের জকারের মোড় নামকস্থানে পৌঁছালে অন্য একটি গাড়ির পাশ দিতে গিয়ে খাদে পড়ে ভ্যানের নীচে চাপা পড়ে মারা যান।

গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইজাজুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাআলো/এসএ