যশোরে সদর উপজেলা পরিষদের কম্বল বিতরণ অব্যাহত

যশোর: শীতের প্রকোপ বাড়ায় যশোর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। আজ শুক্রবার চারটি পয়েন্টে ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল কম্বল বিতরণ করেছেন।

বেশ কিছুদিন ধরে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

শুক্রবার বিকেলে আনোয়ার হোসেন বিপুল চুড়ামনকাটি ইউনিয়নের আমবটতলা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দাউদ হোসেনের সভাপতিত্বে এ সময় ইউপি সদস্য আব্দুস সবুর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তিনি যশোর শহরের ১নং ওয়ার্ডের মোল্লাপাড়া মোড়ে কম্বল বিতরণ করেন। এ সময় প্রবীণ আওয়ামী লীগনেতা লুৎফুর রহমান, সাজ্জাদ হোসেন, মোটর শ্রমিক লীগনেতা শরিফুজ্জামান ঠান্ডু, কুবাদ হোসেন, উপজেলা যুবলীগের সদস্য সাঈদুর রহমান রিপন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে আনোয়ার হোসেন বিপুল পৌরসভার ৯নং ওয়ার্ডের আব্দুল বারী মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহারা খাতুন, স্থানীয় কাউন্সিলর আজিজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মোস্তাক আলীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আইয়ুব হোসেন, যুবলীগনেতা জাবেদ হোসেন, মিজানুর রহমান মিজান, লিটন বিশ্বাস, সুশান্ত ঠাকুর, মোহাম্মদ শাকিল, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রেজওয়ান হোসেন মিথুন, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া শুক্রবার ৮নম্বর ওয়ার্ডের বেজপাড়া মেইন রোডে আনোয়ার হোসেন বিপুল কম্বল বিতরণ করেন।

এ সময় আনোয়ার হোসেন বিপুলের সাথে ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বিদ্যুৎ, আহসানুল করিম রহমান, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, ছাত্রলীগনেতা শামীম আহমেদ প্রমুখ।

স্বাআলো/এস