যশোরে মৈত্রী মানবিক সহায়ক কমিটির উদ্যোগে ১০০ সুবিধাবঞ্চিত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়েছে। শুক্রবার সকালে শহরের ভোলা ট্যাংক রোডে ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কার্যালয়ের সামনে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।
এ সময় মৈত্রী মানবিক সহায়ক কমিটির আহবায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু বলেন, আমরা সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের মধ্যে সামান্য কিছু অংশকে কম্বল দিয়েছি। আমাদের সুহৃদ, বন্ধু ও শুভানুধ্যায়ীর দেয়া সহায়তা থেকে এই আয়োজন করেছি।
আরো পড়ুন>>> যশোরে সদর উপজেলা পরিষদের কম্বল বিতরণ অব্যাহত
তিনি বলেন, প্রাপ্ত কম্বলের মধ্যে অর্ধেক ভবদহ জলাবদ্ধ এলাকার সুবিধাবঞ্চিতদের এবং বাকি অংশ শহরের মানুষের মধ্যে দেয়া হয়েছে।
কম্বল বিতরণকালে অন্যদের মধ্যে সংগঠনের সদস্য ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোরের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক দিপঙ্কর বিশ্বাস এবং প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ জামান উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস