উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে সন্তুষ্ট কাদের মির্জা

দেশের সবচেয়ে আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে।

আজ শনিবার সকাল ৮টায় ১নং ওয়ার্ডের উদয়ন প্রিক্যাডেট একাডেমী ভোটকেন্দ্রে ইভিএম মেশিনে ভোট প্রদান করেন নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদের মির্জা।

ভোট শেষে তিনি ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দেয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় কাদের মির্জা বলেন, তিনি নিজেও চেয়েছিলেন ভোটাররা যেন সুন্দর পরিবেশে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। তার প্রতিফলন দেখে তিনি আশাবাদী বাকি সময়টুকুও সুষ্ঠুভাবে ভোট হবে।

স্বাআলো/আরবিএ