কুষ্টিয়ায় ৪ পৌরসভায় উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সকাল আটটায় একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়। কুমারখালী পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ হচ্ছে।
কুষ্টিয়া, মিরপুর ও ভেড়ামারা পৌরসভায় ব্যালটের মাধ্যমেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শীত উপেক্ষা করে সকালেই ভোটাররা ভোটকেন্দ্রে এসেছেন। এই প্রথমবার সকালে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার দেয়ায় ভোটার ও প্রার্থীদের মধ্যে আস্থা বেড়েছে।
সকাল সাড়ে আটটায় কুষ্টিয়া পৌরসভার সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি।
আরো পড়ুন>>> জমে উঠেছে শৈলকূপা পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা
কুষ্টিয়া পৌরসভার বিএনপি দলীয় মেয়র প্রার্থী বশিরুল আলম চাঁদ নিজের ভোট প্রদান করে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, শেষ পর্যন্ত এমন পরিবেশ কামনা করছি।
জেলা রিটানিং কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, ভোট সুষ্ঠু করতে, যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েকস্তরে পুলিশ, র্যাব, আনসার সদস্যরা কাজ করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল টিম বা ভ্রাম্যমাণ আদালতও কাজ করছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্যরা কেন্দ্রের বাইরে টহল দিচ্ছে।
কুষ্টিয়ার ৪ পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ও জাসদসহ ১২ জন মেয়র পদে লড়ছেন।
স্বাআলো/এস