কুষ্টিয়ায় মেয়র পদে তিনটিতে আ.লীগ, একটিতে জাসদ জয়ী

কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে জাসদের প্রার্থী জয়ী হয়েছেন।

কুষ্টিয়া পৌরসভার বর্তমান মেয়র আনোয়ার আলী নৌকা মার্কা, মিরপুর পৌরসভার বর্তমান মেয়র এনামুল হক নৌকা মার্কা, কুমারখালী পৌরসভার বর্তমান মেয়র নৌকা মার্কা নিয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।

এদিকে, ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মনোনীত প্রার্থী আনোয়ারুল কবির টুটুল মশাল মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন।

কুষ্টিয়া পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগের আনোয়ার আলী (নৌকা প্রতীক) পেয়েছেন ৬৬ হাজার ৫২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বশিরুল আলম চাঁদ (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১৪ হাজার ৬শ ১৩।

মিরপুর পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগের এনামুল হক (নৌকা প্রতীক) পেয়েছেন ১০ হাজার ৪শ ৬৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ আরিফুর রহমান (মোবাইল প্রতীক) পেয়েছেন ২ হাজার ৫শ ১৫।

কুমারখালী পৌরসভার বর্তমান মেয়র শামসুজ্জামান অরুন (নৌকা প্রতীক) পেয়েছেন ১০হাজার ১শ ১০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আনিসুর রহমান (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ২ হাজার ৩শ ৮৬।

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মনোনীত প্রার্থী আনোয়ারুল কবির টুটুল (মশাল প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৯শ ৭০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শামিমুল ইসলাম ছানা (নৌকা প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৫শ ৪৯ ভোট।

স্বাআলো/আরবিএ/এসএ