চাঁপাইনবাবগঞ্জে মাদকাসক্ত ছেলের অত্যাচারে মা-বাবা অতিষ্ঠ

চাঁপাইনবাবগঞ্জ: মাদকাসক্ত ছেলের অত্যাচার, জুলুম ও নির্যাতনের হাত থেকে বাঁচতে প্রতিবন্দী অসহায় বাবা প্রশাসনের সহায়তা চেয়েছেন।

পিতা ভোগুরুদ্দীন (৭৫) গত ১২ জানুয়ারি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ওসি বরাবর লিখিত অভিযোগ করেছেন। তিনি সামান্য পুঁজিতে মাছের ব্যবসা করে অনাহারে, অর্ধাহারে দিন পার করছেন।

তার মাদকাসক্ত ছেলে আলমগীর হোসেন (২৮) হেরোইন কেনার জন্য প্রতিদিন ২০০ টাকা ছিনিয়ে নিচ্ছে। টাকা দিতে না পারলে মা, বাবা ও স্বামী পরিত্যক্ত বোনকে মারপিট ও নির্যাতন করছে এমনকি হত্যা করার উদ্দেশ্যে তাড়া করছে।

আরো পড়ুন>>> মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আলমগীর বাড়ির চাল, আটা ও ঘরের টিনসহ সমস্ত কিছু বিক্রি করে হেরোইন কিনে নেশা করছে। মাদকাসক্ত ছেলের প্রাণনাশের হুমকিতে পরিবারকে সারা রাত জেগে থাকতে হচ্ছে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।শুধু আলমগীর নয়, যারা মাদকাসক্ত, মাদক বিক্রেতা, মাদক সরবরাহকারীসহ যে সমস্ত সিন্ডিকেট মাদক ব্যবসায়ীদেরকে ইন্ধন যোগাচ্ছে তাদের বিরুদ্ধে শিগগিরই চিরুনি অভিযান চালানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি বলেন, শিগগিরই মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এস