চার টাইগার নিয়ে ভাবনায় ক্যারিবীয়রা

আর কয়দিন পরই শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিপাক্ষিক লড়াই। সিরিজকে সামনে রেখে দুই দলই সেরে নিচ্ছে প্রস্তুতি। নবীন খেলোয়াড়দের নিয়ে গড়া ক্যারিবীয়রা বাংলাদেশের চার ব্যাটসম্যানকে মোকাবেলার জন্য প্রস্তুত করছে নিজেদের।

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ শুধু বাংলাদেশেরই নন, বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটেও অন্যতম চার অভিজ্ঞ ব্যাটসম্যান। তাদের বিপক্ষে ভালো করা সহজ নয়, তা জানে অনভিজ্ঞ ক্যারিবীয় দলো।

বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ দলে পুরনো যে কজন সদস্য আছেন, তাদের একজন কেমার রোচ। বাংলাদেশের কোন কোন ব্যাটসম্যানের দিকে তারা নজর রাখছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ অনেক ভালো দল। তামিম অন্যতম সিনিয়র ব্যাটসম্যান। সাকিবও দলে ফিরে এসেছে। মুশফিক তো সবসময়ই ভালো ব্যাটসম্যান। মাহমুদউল্লাহসহ তাদের ভালো কিছু ব্যাটসম্যান আছে।

তবে এই চার ব্যাটসম্যানকে সামলাতে হলে চাই ভালো বোলিং। রোচ তাই বোলিংয়ে ভালো পারফরম্যান্স করার দিকেই মনোযোগ রাখছেন।

আরো পড়ুন>>> ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো না করা হতাশাজনক হবে: সাকিব

তিনি বলেন, আমরা আমাদের দিকে মনোযোগ রাখছি। আমাদের যা করা প্রয়োজন তা করাতেই দৃষ্টি রাখছি। ঠিকমত পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা কাজে লাগাতে হবে, ঠিক জায়গায় বল করতে হবে, ভালোভাবে ফিল্ডিং সাজাতে হবে এবং বাংলাদেশি ব্যাটসম্যানদের আক্রমণ করতে হবে। তাহলে আমরা সিরিজে ভালো করতে পারবো।

তবে বাংলাদেশের স্পিন বান্ধব উইকেটে পেসারদের জন্য ভালো করা এত সহজ নয়। বিষয়টি জেনেই রোচের ভাষ্য, ফাস্ট বোলারদের জন্য বাংলাদেশে ভালো করা সবসময়ই কঠিন। ভালো করতে আমি মুখিয়ে আছি। দলকে জয়ের ক্ষেত্রে সহযোগিতা করতে চাই। জয়টা খুব গুরুত্বপূর্ণ।

স্বাআলো/এস