বাগেরহাটের চিতলমারী উপজেলায় এ বছর টমেটোর বাম্পার ফলণ হয়েছে। তবে বাজার ব্যবস্থপনা না থাকায় ন্যায্যমূল্য থেকে বিরত হচ্ছে উৎপাদনকারী কৃষকরা। মৌসুমের শুরুতে টমেটোর পাইকারি মূল্য ছিলো প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকা। যা এখন ৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সঠিক বাজার ব্যবস্থাপনা না থাকায় হঠাৎ করে এ দরপতনে চাষিরা হতাশায় পড়েছেন। অথচ খুচরা বাজারে এ টমেটো বিক্রি হচ্ছে ৩০/৪০টাকা দরে।
পিঁপড়াডাঙ্গা গ্রামের টমেটো চাষি সুনিল গুহ জানান, টমেটোর দাম কমে যাওয়ায় বিপদে পড়েছি। টমেটো তুলতে মজুরী ও বহন খরচ যা আসে বিক্রি করে তা পোশায় না। পাইকারি ক্রেতারা সিন্ডিকেট করে টমোটোর মূল্য কমিয়ে দিয়েছে। এ ব্যপারে সরকারের পক্ষ থেকে বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের দিকে নজর দেয়া উচিত।
আরো পড়ুন>>> মুলা এখন কৃষকের গলার কাঁটা
বোয়ালিয়া গ্রামের টমেটো চাষি প্রমথ রঞ্জন বালা বলেন, আমি ১২ বিঘা জমিতে টমেটো চাষ করেছি। ১৮০ থেকে ২০০ টাকা মণ দরে বিক্রি করতে হচ্ছে। চাষ করতে দেড় লক্ষধিক টাকা খরচ হয়েছে। এ দরে বিক্রি হলে খরচের টাকা ওঠবে না।
চিতলমারী উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার বিধান রাণা জানান, বিগত বছরের তুলনায় এ বছর টমেটোর উৎপাদন অনেক বেশি। যার কারণে দাম কমে গেছে।
স্বাআলো/এস