জীবননগরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে ট্রেনের ধাক্কায় রোমেলা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০ টার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোমেলা খাতুন শনিবার রেলগেট পার হবার সময় রাজশাহীগামী আন্তঃনগর কপোতক্ষ এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন>>> ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। রেল পুলিশ লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

স্বাআলো/এস