কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল আটটা থেকে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা প্রচন্ড কুয়াশা উপেক্ষা করে সকাল ৮ টা থেকে লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটগ্রহণ উপলক্ষে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এই পৌরসভায় ভোটগ্রহণে নিযুক্ত আছে ২২জন প্রিজাইডিং অফিসার ১৪৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২৯২ জন পোলিং অফিসার।
নিরাপত্তার দায়িত্বে রয়েছে ১৯১ জন পুলিশ সদস্য, ১৯১ জন আনসার সদস্য, পুলিশের ৮টি মোবাইল টিম, বিজিবি ২ প্লাটুন, র্যাব ২টিম, স্টাইকিং ফোর্স ৩ টিম, পুলিশের রিজার্ভ ১টিম। এছাড়া ৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন চিপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন।
আরো পড়ুন>>> শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা
এ পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪৬হাজার ৮৫৮ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২৩হাজার ৪৭২ এবং মহিলা ভোটার সংখ্যা ২৩হাজার ৩৮৬ জন। পৌরসভায় নয়টি ওয়ার্ডে ২২টি কেন্দ্রের ১৪৬টি কক্ষে ভোট গ্রহণ চলছে।
কুড়িগ্রামের নির্বাচন ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, সকাল থেকে সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে যথেষ্ট পরিমান আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সচেষ্ট রয়েছি।
স্বাআলো/এস