বাগেরহাটের গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

বাগেরহাটের মোংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুইজন পেশাদার মাদক বিক্রেতাকে আটক করেছে।

আটককৃত হলো, খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের সুদেব প্রমান্য ও একই উপজেলার হরিনটানা গ্রামের সোহেল হালদার।

কোষ্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারের পক্ষে লেঃ বিএন এম মাজাহরুল হক শনিবার দুপুরে জানান, শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে দাকোপ উপজেলার বুড়িরডাবর গ্রাম থেকে সুদেব প্রমান্যকে এবং মোংলার বাজুয়া গুরুরহাট থেকে সোহেলকে আটক করা হয়।  তাদের নিকট থেকে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে রাতেই তাদের দাকোপ থানায় সোপর্দ করা হয়।

স্বাআলো/আরবিএ